Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

     গোসাইরহাট একটি নদী বেষ্টিত উপজেলা। এ উপজেলা কৃষি বেচিত্র্যে এবং মাটির প্রকৃতিতে অনন্য। উপজেলার উত্তরে ডামুড্যা উপজেলা ,দক্ষিনে বরিশাল জেলার অন্তরগত হিজলা উপজেলা। পুর্বে মেঘনা নদী পশ্চিমে মাদারীপুর জেলার অন্তরগত কালকিনি উপজেলা।
    উপজেলার মোট আয়তন ১৬৮.৬৮ বর্গকিলোমিটার। এর মধ্যে আবাদি জমির পরিমান ১৪৪৮০ হেঃ। যা কৃষি পরিবেশ অδল ১০,১২, ১৯ এর অন্তভুক্ত। এ উপজেলায় পলি দোআশ, এটেল দোআশ, বেলে দোআশ ও কাদাবুনটের মাটি দৃশ্যমান। মাটির অম্লমান ৫.০০-৭.৯০ পর্যন্ত। বার্ষিক গড় বৃষ্টিপাত ১৩৪৫ সেঃ মিঃ। বর্ষাকালে মাঝারি বন্যায় এ উপজেলার প্রায় ৭৫-৮০ ভাগ জমি প্লাবিত হয়। পদ্মা ও  মেঘনা নদীর প্রভাবে এ উপজেলা বন্যা প্রবন ও উক্ত মৌসুমে ফসল আবাদ ঝুুকিপুর্ন।ধান, গম, পাট , আখ, সরিষা, ডাল জাতীয় ফসল,পেয়াজ, রসুন, মরিচ ও  ধনিয়া  এ উপজেলার প্রধান ফসল। এ ছাড়া পান এ উপজেলার প্রধান অর্থকারী ফসল। নি¤œ ভূমি হওয়ার কারনে এ উপজেলায় আউশ মৌসুমে উফসী জাতের ধানের চাষ কম হয়। আমন মৌসুমে ও রোপা আমন মৌসুমে ও চাষ সীমিত। এ উপজেলায় রবি মৌসুমে শাকসবজির বেশ আবাদ হলে ও বর্ষাকালে শাকসবজির আবাদ সীমিত।
      কৃষি সম্প্রসারণ সেবা জোরদার করন সহ কৃষি বিষয়ক বিভিন্ন উন্নয়ন মুলক প্রকল্প চালু হওয়ায় কৃষির বিভিন্ন প্রযুক্তির সমন্নয়ে এ উপজেলা এখন কৃষিতে স্বয়ংসম্পূর্ন। লোকসংখ্যার ঘনত্ব প্রতিবর্গকিলোমিটারে ৯৩৫ জন। মাথাপিচু জমির পরিমান .১০৬ হেঃ। ফসলের নিবিড়তা ২১১.২৮% । 

          কৃষি সম্প্রসারন অধিদপ্তরের  বিভিন্ন প্রকল্পের কার্যক্রম গোসাইরহাট উপজেলায় চালু আছে। চাষী পর্যায়ে উন্নতমানের বীজ উৎপাদন বিষয়ে প্রশিক্ষন প্রদান, প্রর্দশনী স্থাপনের মাধ্যমে আধুনিক উন্নতমানের বীজ উৎপাদন কার্যক্রম চালু আছে। এ পরিকল্পনা প্রনয়নের ফলে এ উপজেলার কৃষির সার্বিক অবস্থা পর্যলোচনা করা সম্ভব হবে এবং কৃষিতে নতুন প্রযুক্তি সম্প্রসারনে গুরুত্বপূর্ন ভুমিকা পালন করবে। বিভিন্ন কৃষি প্রযুক্তি ব্যবহারের ফলে ফসলের উৎপাদন বৃদ্ধি পাবে এবং কৃষকেরা আর্থিক ভাবে বেশ লাভবান হবেন এটা নিঃ সন্দেহে আশা করা যায়।

গোসাইরহাট উপজেলার কৃষি সম্পর্কিত কিছু তথ্য:

কৃষি জমিঃ

 ৩০৮৭৫ একর

অকৃষি জমিঃ

 ৮৬৪৫ একর

বিসিআইসি সার ডিলারঃ

১০ টি

খুচরা সার ডিলারঃ

৫৫ টি

গুটি ইউরিয়া উৎপাদনকারীঃ

 নেই

সার বিতরন কেন্দ্রঃ

নেই

বিদ্যুৎ চালিত গভীর নলকূপঃ

নেই

ডিজেল চালিত অগভীর নলকূপঃ

৬১টি

পাওয়ার পাম্পঃ

নেই

সেচের আওতায় জমির পরিমানঃ

৬৩৮৫ হেঃ

উপজেলার প্রধান প্রধান ফসলঃ

ধান, পাট, গম, সরিষা, মরিচ, রসুন, ধনিয়া, পান, মসুর, খেসারী ইত্যাদি।